করোনাকে তোয়াক্কা করেই কমদামে মুরগির মাংসের দোকানে ভিড়! - BBP NEWS

Breaking

রবিবার, ২২ মার্চ, ২০২০

করোনাকে তোয়াক্কা করেই কমদামে মুরগির মাংসের দোকানে ভিড়!

বিবিপি নিউজ: জনতা কার্ফুর সকালে ভিড় মুরগির মাংসের দোকানে। জমায়েত নিষেধাজ্ঞা উপেক্ষা করেই চলে মাংস কেনার ধুম। আর এর জেরে হইচই পড়ে যায় আরামবাগের বললাম এলাকার মুরগির দোকান। সাত সকালে এলাকায় ছড়িয়ে পড়ে কম দামে মুরগি বিক্রির কথা, আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় জমায়েত করেন দোকানের সামনে। পরে পুলিশ এসে ভিড় হটিয়ে দেয়।

Pages