CORONA UPDATE: ইতালি থেকে ২৬৩ পড়ুয়াকে ফেরাল ভারত - BBP NEWS

Breaking

রবিবার, ২২ মার্চ, ২০২০

CORONA UPDATE: ইতালি থেকে ২৬৩ পড়ুয়াকে ফেরাল ভারত

বিবিপি নিউজ: দেশে করোনার সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে। একের পর এক বাতিল করেছে আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থা।
আর এই আতঙ্কের প্রহরে ২৬৩ পড়ুয়াদের বিশেষ বিমানে দেশে ফিরিয়ে নিয়ে আসলো ভারত সরকার।
দেশে করোনার বলি এখনও পর্যন্ত ৫। আক্রান্তের সংখ্যা তিন শতাধিক ছাড়িয়েছে। গত দু দিনে ভারতে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির হার চিন্তায় ফেলেছে বিশেষজ্ঞদের।
বাইরে থেকে আসা বিদেশিদের থেকেই মূলত সংক্রমণ ছড়াচ্ছে বলে দেখা গিয়েছিল বিভিন্ন রাজ্যে।
কিন্তু দুজন সংক্রামিতের হদিশ পাওয়া গিয়েছে যাদের বিদেশ ভ্রমণের কোনও ইতিহাস নেই। এরপরেই  আতঙ্ক  আরও জাঁকিয়ে বসেছে। 

Pages