বিবিপি নিউজ: লকডাউনে ঘরবন্দী দেশের মানুষ। অত্যবশ্যক পন্য ডেলিভেরি ও প্রশাসনিক কর্মকর্তাদের যানবাহন ছাড়া আর কিছুই চলছে না। এমন পরিস্থিতিতে নিঝুম শহরে অবাধ বিচরণ বন্য প্রাণীদের। কয়েকদিনে আগেই ওড়িশার সমুদ্র সৈকতে কচ্ছপদের ঝাঁক বেড়াতে দেখা যায়। এবার খোলা আকাশের নীচে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন হরিন, লেপার্ড সহ আরও অনেক বন্য প্রাণী।
মানুষের লোভ ও লালসার কাছে অসহায় হয়ে হারিয়ে যেতে বসেছে বন্যপ্রাণী। ফলে করোনা ভাইরাস বন্যপ্রাণী ও প্রকৃতির কাছে যেন এক আশীর্বাদ স্বরূপ। করোনা ভাইরাসের সংক্রমণে ছড়িয়ে পড়া ফলে আজ গৃহবন্দি মানুষ। আর এর ফলেই স্বাভাবিক ছন্দে ফিরেছে বিশ্ব প্রকৃতি। কালিকট শহরের রাস্তায় কয়েক দশক আগে দেখা গিয়েছিল মালাবার গন্ধগোকুল। এবার আবারও শহরের রাস্তায় নেমে আসতে দেখা গেল তাদের। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে গৃহবন্দি হয়েছেন মানুষ। সেই সুযোগেই রাস্তায় নেমে আসছেন বন্যপ্রাণীরা। বিপন্ন ও বিলুপ্তপ্রায় এই প্রাণীরা স্বাভাবিক অবস্থায় ফিরে আসার এই প্রক্রিয়া দেখে আশাবাদী পরিবেশবিদরা। দূষণ ও জনবহুলতা কমতে থাকায় বিশ্ব জুড়েই বিপন্ন ও বিলুপ্তপ্রায় প্রাণীদের পুনরুৎপাদন বাড়ছে বলে মনে করছেন তারা। শুধু ভারতে নয় গোটা বিশ্বের বিভিন্ন দেশে বন্য প্রাণীদের সচারাচর শহরের রাস্তায় নেমে আসতে দেখা গিয়েছে।
মানুষের লোভ ও লালসার কাছে অসহায় হয়ে হারিয়ে যেতে বসেছে বন্যপ্রাণী। ফলে করোনা ভাইরাস বন্যপ্রাণী ও প্রকৃতির কাছে যেন এক আশীর্বাদ স্বরূপ। করোনা ভাইরাসের সংক্রমণে ছড়িয়ে পড়া ফলে আজ গৃহবন্দি মানুষ। আর এর ফলেই স্বাভাবিক ছন্দে ফিরেছে বিশ্ব প্রকৃতি। কালিকট শহরের রাস্তায় কয়েক দশক আগে দেখা গিয়েছিল মালাবার গন্ধগোকুল। এবার আবারও শহরের রাস্তায় নেমে আসতে দেখা গেল তাদের। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে গৃহবন্দি হয়েছেন মানুষ। সেই সুযোগেই রাস্তায় নেমে আসছেন বন্যপ্রাণীরা। বিপন্ন ও বিলুপ্তপ্রায় এই প্রাণীরা স্বাভাবিক অবস্থায় ফিরে আসার এই প্রক্রিয়া দেখে আশাবাদী পরিবেশবিদরা। দূষণ ও জনবহুলতা কমতে থাকায় বিশ্ব জুড়েই বিপন্ন ও বিলুপ্তপ্রায় প্রাণীদের পুনরুৎপাদন বাড়ছে বলে মনে করছেন তারা। শুধু ভারতে নয় গোটা বিশ্বের বিভিন্ন দেশে বন্য প্রাণীদের সচারাচর শহরের রাস্তায় নেমে আসতে দেখা গিয়েছে।