বিবিপি নিউজ: করোনা ভাইরাসকে হারিয়ে যুদ্ধে জয়ী হলেন মুম্বাইয়ের এক ৬ মাসের শিশু। জানা গেছে গত ২৩ মার্চ থেকে মুম্বাইয়ের দেরালাকাট্টের কেএস হেগড়ে হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। ২৫ মার্চ করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। পরিবার-পরিজন, এমনকী চিকিৎসকরা যখন তাঁকে নিয়ে বেজায় চিন্তায় ছিল, সে দিব্যি খেলা বেড়াচ্ছিল নিজের মতো।
অবশেষে গত ৭ এপ্রিল তার ফের টেস্ট হয়। রিপোর্ট নেগেটিভ আসার পর ৮ এপ্রিল পুনরায় টেস্ট করা হয়। সেই রিপোর্টও নেগেটিভ আসে। এরপরেই শনিবার সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেল সে। ওই শিশুর বাড়ি মুম্বইয়ের কল্যাণ এলাকায়। শুধু তাই নয়, ওই শিশুকে নিয়ে যখন তার বাবা-মা আবাসনে পৌঁছয়, তাঁদের স্বাগত জানাতে প্রতিবেশীরা সকলেই দাঁড়িয়ে ছিলেন ব্যালকনিতে। সকলেই হাততালি দিয়ে স্বাগত জানায় তাঁদের। তবে, শুধু এই শিশুটিই নয়, কোভিড-১৯ সংক্রমণ থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে দক্ষিণ কন্নড়ের মাত্র ১০ মাস বয়সি এক শিশুও।
