লকডাউনে বন্ধ নয় পড়াশোনা, কলেজের নিজস্ব তৈরি অ্যাপে পঠনপাঠন! - BBP NEWS

Breaking

সোমবার, ১৩ এপ্রিল, ২০২০

লকডাউনে বন্ধ নয় পড়াশোনা, কলেজের নিজস্ব তৈরি অ্যাপে পঠনপাঠন!

বিবিপি নিউজ: দেশ জুড়ে করোনা ভাইরাসের করাল গ্রাস রুখতে চলছে লকডাউন। ঘরবন্দী দেশবাসী। অত্যবশ্য পন্য ছাড়া বাকি সব দোকান-ই বন্ধ। পাশাপাশি তালা পড়ছে শিক্ষা ক্ষেত্রেও। বন্ধ উচ্চ মাধ্যমিকের পরীক্ষা থেকে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পরীক্ষা। ফলে লকডাউনের প্রভবে বড়সড় ধাক্কা শিক্ষা প্রতিষ্ঠানে।

 সরকারি নির্দেশিকা অনুযায়ী মার্চের 16 তারিখ থেকে বন্ধ রয়েছে রাজ্যের সমস্ত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়।  ফলে ছাত্রছাত্রীরা হঠাৎ করে বেশ বিপদে পড়েছে। চলতে থাকা বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাও লকডাউনের জেরে ইতি টেনেছে অনির্দিষ্টকালের জন্য। ফলে ঘোর অনিশ্চয়তায় রয়েছেন পড়ুয়ারা। দেশের চরম অসময়ে, ছাত্রছাত্রীদের পঠনপাঠন চালু রাখতে  ইতিমধ্যেই  রাজ্যের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস এর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বেসরকারি চ্যানেলেও চলছে স্কুলের পড়ুয়াদের বিশেষ পঠনপাঠনের ব্যবস্তা।

এমন পরিস্থিতিতে ‌উত্তর ২৪ পরগনার নিউ বারাকপুরের এপিসি কলেজেও চলছে অনলাইনে পঠনপাঠন। তবে অন্যন কলেজের থেকে আলাদা না হলেও এই কলেজের নিজস্ব অ্যাপে চলছে পঠনপাঠন। উচ্চশিক্ষা দপ্তর ও বারাসাত রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের আবেদনে সাড়া দিয়ে এপিসি কলেজ কতৃপক্ষ ইতিমধ্যে বিশেষ মোবাইল আ্যাপ ও ক্যাম্পাস টেকনোলজি সফ্টওয়্যার এর সাহায্যে শুরু করেছে অনলাইন ক্লাস।

কলেজের অধ্যক্ষ ডক্টর শক্তিব্রত ভৌমিকের নেতৃত্বে অনলাইন ক্লাসে পড়ুয়াদের স্বার্থে উদ্যোগী হয়েছেন এপিসি কলেজ-এর সকল অধ্যাপক ও অধ্যাপিকাবৃন্দ। এবিষয়ে কলেজের  নৃবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক ডক্টর আশীষ মুখোপাধ্যায় বলেন, সমস্ত দুশ্চিন্তা কাটিয়ে অনলাইন ক্লাসে ছাত্রছাত্রীদের উপস্থিতি এবং অংশগ্রহন খুবই  সন্তোষজনক। কলেজের কলা ও বিজ্ঞান বিষয়ের অধিকাংশ ছাত্রছাত্রীই এই অনলাইন ক্লাসে আগ্রহী হয়ে উঠেছে ও নিয়মিত ক্লাসে পাঠ নিচ্ছে। এর সঙ্গে মাঝেমধ্যেই নেওয়া হচ্ছে অনলাইন মৌখিক পরীক্ষা ও ক্লাস টেস্ট। করোনা আতঙ্কের মধ্যেও তারা ফিরে পেয়েছে তাদের নিয়মিত পড়াশোনার পরিবেশ। যেটা এই মুহূর্তে তাদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য বিশেষ প্রয়োজন। 

Pages