করোনা নিয়ে কোন রিপোর্ট সত্যি ‌? রাজ্যে আক্রান্ত 49, কেন্দ্র 69 - BBP NEWS

Breaking

রবিবার, ৫ এপ্রিল, ২০২০

করোনা নিয়ে কোন রিপোর্ট সত্যি ‌? রাজ্যে আক্রান্ত 49, কেন্দ্র 69

বিবিপি নিউজ: করোনা ভাইরাস নিয়ে আতঙ্কে গোটা বিশ্ববাসী। ভারতেও ভাইরাস আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে। তবে এরই মধ্যে করোনা আক্রান্তের রিপোর্ট নিয়ে‌ বিভ্রান্তি তৈরি হয়ে। কেন্দ্রীয়‌ রিপোর্ট বলছে এক তথ্য কিন্তু পশ্চিমবঙ্গের রিপোর্ট বলছে আর এক কথা। এমন পরিস্থিতিতে একটাই প্রশ্ন উঠছে‌ কেন এই তফাৎ।
 পশ্চিমবঙ্গে  স্বাস্থ্য দফতরের রিপোর্টে আক্রান্তের সংখ্যা বলছে 49 । অথচ কেন্দ্রীয় স্বাস্থ‍্যমন্ত্রকের ওয়েবসাইট বলছে রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা 69 । রাজ্যের দাবি এবং স্বরাষ্ট্রমন্ত্রকের দাবির মধ্যে বিস্তর ফারাক ।
রাজ্য সরকারের দেওয়া তথ্য এবং কেন্দ্রের তথ্যে এতটা ফারাক থাকায় বিভ্রান্তি তৈরি হচ্ছে বলে মনে করছেন অনেকেই । কিন্তু কেন এই ফারাক? উঠেছে প্রশ্ন। স্বাস্থ্যমন্ত্রকের ওয়েবসাইটে দেখা যাচ্ছে, দেশে কনফার্মড কোরোনা আক্রান্তের সংখ্যা 3,072 । আর দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা 2,784 । 

Pages