লকডাউনের দুঃসময়ে মানুষের হাতে চাল-ডাল দিয়েই সেলফি নিষিদ্ধ হল রাজ্যে! - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০

লকডাউনের দুঃসময়ে মানুষের হাতে চাল-ডাল দিয়েই সেলফি নিষিদ্ধ হল রাজ্যে!

বিবিপি নিউজ: সোশ্যাল মিডিয়া স্কোল করলেই মিলছে এক হাতে‌‌ সেল্ফি স্টিকি অথবা ফোন অন্য হাতে চাল ডাল আলু তুলে দিচ্ছে, লকডাউনের এমন দুঃসময়ে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায়  বিগ বস খ্যাত অভিনেত্রী হিমাজা অপর বিগ বস খ্যাত আশু রেড্ডির সঙ্গে গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনে কর্মীদের দেওয়া সেই সাহায্যের ছবিও তুলে দেন সোশ্যাল মিডিয়ায়। এরপরই আবার যে নৈতিক প্রশ্নটা উঠে গিয়েছে তা হল চরম দুঃসময়ে মানুষকে সাহায্য করা ভালো, কিন্তু সেই ছবি সোশ্যাল মিডিয়ায় তুলে দেওয়া কতটা যুক্তিযুক্ত? এরপরেই ভাবাচ্ছে সরকারকে। এমন পরিস্থিতিতে সহয়তায় এগিয়ে আসা ব্যাক্তিরা অনুদান প্রদান করার সময় সেল্ফি বা ফটো নিষিদ্ধ করলে রাজ্যের সরকার।

 দেশের দুরুহ পরিস্থিতিতে মানুষকে সাহায্য করে ছবি পোস্ট করার ক্ষেত্রে কড়া অবস্থান নিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট।রাজস্থান সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, খাদ্যদ্রব্য দেওয়া বা যে কোনও প্রয়োজনে আর্ত মানুষকে সাহায্য করলে তার কোনও ছবি তোলা বা শেয়ার করা যাবে না। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই সময় মানুষকে সাহায্য করা আমাদের দায়িত্ব, ছবি তুলে নিজের প্রচারের প্রতিযোগিতার বিষয় নয়।

Pages