25,000 পিপিই কিট দিলেন শাহরুখ খান, ধন্যবাদ জানিয়ে ট্যুইট স্বাস্থ্যমন্ত্রীর! - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০

25,000 পিপিই কিট দিলেন শাহরুখ খান, ধন্যবাদ জানিয়ে ট্যুইট স্বাস্থ্যমন্ত্রীর!

বিবিপি নিউজ: গোটা দেশ করোনা সংকটের বিরুদ্ধে লড়াই চালিয়ে চলেছে।  বলিউড সুপারস্টার শাহরুখ খান মরণ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে চিকিৎসা কর্মীদের পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) দিয় কর্মীদের সহায়তা এগিয়ে এসেছেন। রাজ্যের চিকিৎসক ও স্বাস্থ্যসেবা কর্মীদের সুরক্ষার জন্য অভিনেতা মহারাষ্ট্র স্বাস্থ্য বিভাগকে 25,000 ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম (পিপিই) কিট দিয়েছেন। তবে, মহারাষ্ট্রের জনস্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, রাজেশ টোপ টুইটারে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন ।

সোমবার মহারাষ্ট্রের জনস্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী টোপ ট্যুইটারে লেখেন, "অনেক ধন্যবাদ, মিঃ শাহরুখ খান আপনাকে। ২৫,০০০ পিপিই কিটস এর সদর্থক অবদানের জন্য। এটি কোভিড-১৯ এর বিরুদ্ধে আমাদের লড়াইকে সমর্থন এবং আমাদের ফ্রন্টলাইন মেডিকেল কেয়ার টিমকে সুরক্ষিত করতে অনেক এগিয়ে যাবে," ।

Pages