বিবিপি নিউজ: করোনা ভাইরাস সংক্রমণ রুখতে দেশ জুড়ে চলছে লকডাউন। আর এই লকডাউনের প্রথমার্ধে দেশজুড়ে এক প্রকার অলিখিত কারফিউ জারি হয়। সে সময় পুলিশের অতি সক্রিয়তা দেখানোর জের সমালোচনা মুখে পড়ে। তবে পুলিশের অতি সক্রিয়তা দেখানোর জেরে প্রতিবাদে রাস্তায় সবজি ফেলে বিক্ষোভ দেখালেন চাষীরা।
ঘটনাটি ঘটেছে আজ সোমবার বিহারের নালন্দার বিহার শরীফ এলাকায়। জানা গেছে সবজি নিয়ে যাওয়ার সময় বারবার পুলিশি হয়রানির স্বীকার হতে হচ্ছে কৃষকদের। এর জেরে তাদের নাভিশ্বাস হয়ে উঠেছে সবজি বিক্রি করতে। এই পরিস্থিতিতে পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তা দেখানোর অভিযোগে স্থানীয় বাসিন্দা ও কৃষকেরা রাস্তার উপর সবজি ফেলে এবং আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান। এই বিষয়ে নালান্দার এসপি নীলেশ কুমার সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন। "কোনও বাইক চালক কৃষক বা অন্য কেউ অকারণে ঘুরে বেড়াচ্ছেন কিনা তা পুলিশের পক্ষে সনাক্ত করা শক্ত।" ফলে সমস্যার সম্মুখীন হচ্ছে তারও।
ঘটনাটি ঘটেছে আজ সোমবার বিহারের নালন্দার বিহার শরীফ এলাকায়। জানা গেছে সবজি নিয়ে যাওয়ার সময় বারবার পুলিশি হয়রানির স্বীকার হতে হচ্ছে কৃষকদের। এর জেরে তাদের নাভিশ্বাস হয়ে উঠেছে সবজি বিক্রি করতে। এই পরিস্থিতিতে পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তা দেখানোর অভিযোগে স্থানীয় বাসিন্দা ও কৃষকেরা রাস্তার উপর সবজি ফেলে এবং আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান। এই বিষয়ে নালান্দার এসপি নীলেশ কুমার সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন। "কোনও বাইক চালক কৃষক বা অন্য কেউ অকারণে ঘুরে বেড়াচ্ছেন কিনা তা পুলিশের পক্ষে সনাক্ত করা শক্ত।" ফলে সমস্যার সম্মুখীন হচ্ছে তারও।

