বৈশাখের প্রবল ঝড়-বৃষ্টিতে নষ্ট কলা বাগান, সংকটে চাষীরা! - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০

বৈশাখের প্রবল ঝড়-বৃষ্টিতে নষ্ট কলা বাগান, সংকটে চাষীরা!


বিবিপি নিউজ: বৈশাখের ভারী ঝড়-বৃষ্টিতে ধূলিসাৎ বিঘা পর বিঘা জমির কলা বাগান। প্রবল বাতাসের সাথে ভারী বৃষ্টিপাতের ফলে অন্ধ্র প্রদেশের অনন্তপুর জেলায় কলা ফসলের আবাদ ক্ষতিগ্রস্থ হয়েছে।

মঙ্গলবার অনন্তপুর জেলার ইয়েলানুর মন্ডলের অন্তর্গত কুচিভারিপল্লি গ্রামে প্রবল বৃষ্টিপাতের কারণে কলাগাছ ভেঙে পড়েছে। এর জেরে কলা চাষীরা ইতিমধ্যে সংকটের মুখোমুখি হয়েছেন। জানা গেছে অনন্তপুর এলাকায় কমপক্ষে ১০০ একর জমির কলাগাছ প্রবল ঝড়-বৃষ্টিতে নষ্ট হয়েছে। তার জেরে আনুমানিক ১ কোটি টাকার ফসল নষ্ট হয়েছে বলে জানিয়েছেন চাষীরা।

Pages