বিবিপি নিউজ,নিউ দিল্লি: দেশে মারন ভাইরাস করোনা আক্রান্তে ঘটনা অব্যহত। দিনের পর দিন বেড়েই চলেছে সংক্রমণের সংখ্যা। স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম-সচিব লভ আগরওয়াল জানিয়েছেন, বিগত ২৪ ঘণ্টায় দেশজুড়ে আরও ১৭১৮ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৩,০৫০। এই মুহূর্তে অ্যাকটিভ আক্রান্ত ২৩,৬৫১ জন। আর ৮,৩২৫ জন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। করোনায় থাবায় প্রাণ গিয়েছে ১,০৭৪ জনের। ১১ দিনে আক্রান্তের হার দ্বিগুণ হচ্ছে বলে কেন্দ্রীয় পরিসংখ্যান থেকে জানা গিয়েছে।
তবে, একইসঙ্গে সুস্থতার হার বিগত ১৪ দিনে গড়ে প্রায় দ্বিগুণ বেড়েছে। করোনা সংক্রান্ত সাংবাদিক বৈঠকে বৃহস্পতিবার বিকেলে সবাইকে স্বস্তি হয়ে এমনই জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের মুখপাত্র আরও জানিয়েছেন, দেশে করোনা আক্রান্তদের সুস্থ হয়ে ওঠার ঘটনায় উল্লেখযোগ্য অগ্রগতি লক্ষ্য করা গিয়েছে। ১৪ দিন আগে দেশে করোনা-মুক্তির হার ছিল ১৩.৬ শতাংশ। এখন তা বেড়ে হয়েছে ২৫.১৯ শতাংশ। এ দিকে মৃত্যু হার ৩.৩ শতাংশে এসে দাঁড়িয়েছে।
