বিবিপি নিউজ: গোটা দেশ জুড়ে লকডাউনে ঘরবন্দী দেশবাসী। শুনশান শহর থেকে মফস্বলের অলিগলি। এমতাবস্থায় নিজেদের আভিজাত্য ফিরে পেয়েছে বন্যপ্রানীরা। তার নিদর্শন পাওয়া গিয়েছে এই লকডাউনের নিস্তব্ধ শহর। খোলামেলা ভাবে অবাধ বিচরণ হরিণ,ময়ূর,সহ একাধিক প্রানী।
বেশ কিছুদিন আগেই নিস্তব্ধ সমুদ্র সৈকতে কচ্ছপরা ঝাঁক বেঁধে ডিম পাড়তে শুরু করেছে, সমুদ্র তটে কুমিরের রোদ পোহানো,এমনকি শহরের রাস্তায় হরিন, গন্ডার, হাতির ঘুরে বেড়ানোর ছবি সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে। এবার দেখা মিলেছে অন্য ছবি। লকডাউনে একেবারেই শুনশান হয়ে পড়েছে রাস্তার পাশের ঝিল আর সেই ঝিলে দেখা মিলেছে পরিযায়ী পাখিদের আনাগোনা। তবে একটা বা দুটো পাখি নয় কয়েক হাজার পাখির কোলাহলে মাতোয়ারা মহারাষ্ট্রের নভি মুম্বাইয়ের একটি ঝিলে।
বেশ কিছুদিন আগেই নিস্তব্ধ সমুদ্র সৈকতে কচ্ছপরা ঝাঁক বেঁধে ডিম পাড়তে শুরু করেছে, সমুদ্র তটে কুমিরের রোদ পোহানো,এমনকি শহরের রাস্তায় হরিন, গন্ডার, হাতির ঘুরে বেড়ানোর ছবি সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে। এবার দেখা মিলেছে অন্য ছবি। লকডাউনে একেবারেই শুনশান হয়ে পড়েছে রাস্তার পাশের ঝিল আর সেই ঝিলে দেখা মিলেছে পরিযায়ী পাখিদের আনাগোনা। তবে একটা বা দুটো পাখি নয় কয়েক হাজার পাখির কোলাহলে মাতোয়ারা মহারাষ্ট্রের নভি মুম্বাইয়ের একটি ঝিলে।