রাজ্যে ভাইরাসে আক্রান্ত আরও ২৩, মৃতের সংখ্যা বেড়ে ১২ - BBP NEWS

Breaking

রবিবার, ১৯ এপ্রিল, ২০২০

রাজ্যে ভাইরাসে আক্রান্ত আরও ২৩, মৃতের সংখ্যা বেড়ে ১২

বিবিপি নিউজ: রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। এখনও পর্যন্ত রাজ্যে আরও ২৩ জন নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন।ফলে সরকারি পরিসংখ্যান অনুসারে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫৯। শনিবার সন্ধ্যায় নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান মুখ্যসচিব রাজীব সিনহা।  রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে  ১২ জনের মৃত্যু হয়েছে বলেও জানিয়েছেন তিনি। তবে সুস্থ হয়ে উঠেছেন আরও ৭ জন করোনা আক্রান্ত। ফলে এখনও পর্যন্ত মোট ৬৯ জন ভাইরাসের থাবা থেকে সুস্থ হয়ে উঠলেন।এদিন মুখ্যসচিব আরও জানিয়েছেন, এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনাভাইরাস আক্রান্ত ১৭৮ জন।  এখনও পর্যন্ত ৪,৬৩০টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Pages