লকডাউন পরিস্থিতিতে মানুষের পাশে মথুরাপুর যুবগোষ্ঠি! - BBP NEWS

Breaking

শনিবার, ১৮ এপ্রিল, ২০২০

লকডাউন পরিস্থিতিতে মানুষের পাশে মথুরাপুর যুবগোষ্ঠি!

বিবিপি নিউজ: দেশ জুড়ে করোনা ভাইরাস সংক্রমণ রোধ করতে চলছে দ্বিতীয় দফায় লকডাউন। দিন আনা দিন খাওয়া মানুষদের অবস্থা খুবই শোচনীয় হয়ে পড়েছে।
এমন পরিস্থিতিতে তাদের পরিবারে দুবেলা দুমুঠো অন্ন‌তুলে দিতে এগিয়ে এসেছেন একদল যুবক।
তাদের প্রচেষ্টায় গ্রাম্য এলাকার মানুষদের চাল ডাল আলু অনুদান প্রদান করলেন এই অসময়ে।
উত্তর ২৪ পরগনার হাবরা‌ থানার অন্তর্গত গুমা মথুরাপুর গ্রামের একদল যুবকের প্রচেষ্টায়,
মোট পাঁচ ধাপে ২৫৫ জন মানুষের হাতে এই লকডাউনের দুঃসময়ে‌‌ ৫ কেজি চাল‌‌,১ কেজি আলু, পাঁচশ‌ গ্রাম ডাল, সরিষার তেল, সোয়াবিন,মুড়ি,‌ সাবান ও‌ একটি করে‌ লাউ‌ সহ একটি করে মাস্ক বিতরণ করে।

ছবি: যুবগোষ্ঠি সদস্যের ক্যামেরায়।

Pages