করোনার কবলে খোদ স্বাস্থ্য ভবনের কর্তা, ভর্তি বেলেঘাটা ID & BG-তে - BBP NEWS

Breaking

শনিবার, ১৮ এপ্রিল, ২০২০

করোনার কবলে খোদ স্বাস্থ্য ভবনের কর্তা, ভর্তি বেলেঘাটা ID & BG-তে

বিবিপি নিউজ: করোনা থাবা বসালো খোদ রাজ্যের স্বাস্থ্য ভবনের অন্দরেই। শুক্রবার এক অতিরিক্ত স্বাস্থ্য অধিকর্তার দেহে করোনা সংক্রমণ ধরা পড়েছে বলে খবর। তবে এবারও মুখে কুলুপ এঁটেছেন দফতরের কর্তারা। এক দৈনিক সংবাদ মাধ্যমের খবরে জানা গিয়েছে, স্বাস্থ্য ভবনের ওই আধিকারিক বেশ কয়েকদিন ধরে করোনার উপসর্গে ভুগছিলেন। তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করে লালারসের নমুনা পরীক্ষা করতে পাঠানো হয়। শুক্রবার তাঁর লালারস পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। জানা গেছে,স্বাস্থ্য ভবনের ওই আধিকারিকের করোনা সংক্রমণের পর এবার স্বাস্থ্য ভবনে কে কে তাঁর সংস্পর্শে এসেছিলেন তার তালিকা তৈরি শুরু হয়েছে।

Pages