লকডাউনে মানুষের পাশে মানুষ! ভবঘুরেদের মুখে খাবার তুলে দিলেন সাধারণ মানুষের - BBP NEWS

Breaking

সোমবার, ১৩ এপ্রিল, ২০২০

লকডাউনে মানুষের পাশে মানুষ! ভবঘুরেদের মুখে খাবার তুলে দিলেন সাধারণ মানুষের

নিজস্ব প্রতিনিধি: লক ডাউন এর সময় বিভিন্ন ভবঘুরে প্ল্যাটফর্মের বাসিন্দা এবং সাধারণ মানুষের সাহায্যে এগিয়ে এসেছেন জন প্রতিনিধিদের পাশাপাশি সাধারণ মানুষ এবং বিভিন্ন সংগঠন। শুধু সোমবার নয়, গত কয়েকদিন ধরে রাতের বেলা এলাকার ভবঘুরেদের খাওয়াচ্ছে বারাসাতের পরিমল দত্ত স্মৃতি রক্ষা কমিটি। তারা রান্না করা খাবার তুলে দিচ্ছেন ভবঘুরে এবং অসহায় মানুষদের হাতে। ১৪ দিন ধরে বারাসতের 'সমন্বয়' প্যাকেট ভর্তি করে চাল, আলু, সোয়াবিন, সাবান এবং বিস্কুট তুলে দিচ্ছেন বিভিন্ন অসহায় মানুষদের হাতে। এ দিন  ওই সংগঠনের পক্ষে রজত বিশ্বাস বলেন, ইতিমধ্যে আমরা প্রায় সাড়ে তিন হাজার মানুষকে খাবার তুলে দিতে পেরেছি বিভিন্ন বন্ধুবান্ধব এর সাহায্যে। দমদম স্টেশন চত্বরে ভবঘুরেদের খাবারের ব্যবস্থা করেছেন রাজু সেনশর্মা এবং অন্যান্য জনপ্রতিনিধিরা।  এ ছাড়াও নিউ ব্যারাকপুর কলোনি বয়েজ স্কুলের পক্ষ থেকে এলাকার দুঃস্থ মানুষদের চাল, ডাল বিলি করা চলছে।

প্রতীকি ছবি।

Pages