রাজকুমার দাস: নবদ্বীপ পৌরসভার পৌরপিতা বিমানকৃষ্ণ সাহা নবদ্বীপ শহরের রাস্তায় নেমে নিজেই স্যানিটাইজ করছেন রাস্তাঘাট। এদিন সকাল থেকেই পৌরপিতাকে দেখা যায় মুখে মাস্ক, হাতে হলুদ গ্লাভস হাতে পৌরকর্মীদের সাথে কাধে কাধ মিলিয়ে শহরকে স্যানিটাইজ করছেন। সকাল গড়িয়ে দুপুর, চড়া গ্রীস্মের প্রখর রৌদ্রে দাড়িয়েও সদা অক্লান্ত এই ৭৫ এর যুবক!!
কিন্তু রাস্তায় বেরোলে মারনব্যাধি করোনা তো তাকেও গ্রাস করতে পারে?? বিশেষত যেখানে বয়স্কদের ক্ষেত্রে সংক্রমণের ঝুকি বেশি। একথা শুনেই বিমানবাবুর অকপট প্রতিক্রিয়া "নবদ্বীপের সকল নাগরিকদের জীবনের গুরুত্ব অনেক বেশি। তাই আমাদের শহরকে জীবানুমুক্ত রাখতেই হবে।" তাছাড়া তিনি নিজেকে একজন পৌরকর্মী বলেই মনে করেন, সুতরাং এই মূহুর্তে মানুষের পাশে থাকাটা তার কাছে পবিত্র কর্তব্য।
শহরের নানা প্রান্তে, বাজার-গলি সহ বেশকিছু জনঘসতিপূর্ন এলাকায় এদিন স্যানিটাইজ করেছেন পৌরপিতা। যেসময় অন্যান্য বেশিরভাগ রাজনৈতিক নেতারা ঘরে বসে ভাষন দিতেই আছেন, সেখানে সত্তোরোর্ধ বিমান কৃষ্ণ সাহার এই পদক্ষেপ ব্যতিক্রমী।
কিন্তু রাস্তায় বেরোলে মারনব্যাধি করোনা তো তাকেও গ্রাস করতে পারে?? বিশেষত যেখানে বয়স্কদের ক্ষেত্রে সংক্রমণের ঝুকি বেশি। একথা শুনেই বিমানবাবুর অকপট প্রতিক্রিয়া "নবদ্বীপের সকল নাগরিকদের জীবনের গুরুত্ব অনেক বেশি। তাই আমাদের শহরকে জীবানুমুক্ত রাখতেই হবে।" তাছাড়া তিনি নিজেকে একজন পৌরকর্মী বলেই মনে করেন, সুতরাং এই মূহুর্তে মানুষের পাশে থাকাটা তার কাছে পবিত্র কর্তব্য।
শহরের নানা প্রান্তে, বাজার-গলি সহ বেশকিছু জনঘসতিপূর্ন এলাকায় এদিন স্যানিটাইজ করেছেন পৌরপিতা। যেসময় অন্যান্য বেশিরভাগ রাজনৈতিক নেতারা ঘরে বসে ভাষন দিতেই আছেন, সেখানে সত্তোরোর্ধ বিমান কৃষ্ণ সাহার এই পদক্ষেপ ব্যতিক্রমী।