বিবিপি নিউজ: করোনায় মৃত্যু মিছিল বয়ে চলেছে গোটা বিশ্বে। এখনও পর্যন্ত লক্ষাধিক মানুষের মৃত্যু হয়েছে। ভারতের সংখ্যাটা ৫০০ ছাড়িয়েছে। দেশ জুড়ে লকডাউন পরিস্থিতিতে প্রশাসনের পাশাপাশি দিনরাত এক করে করোনার খবর তুলে ধরছে সাংবাদিকরা, এবার মরন ভাইরাসের কবলে দুই সাংবাদিক। জানা গেছে তারা দুজনেই চেন্নাইয়ে কর্মরত। তাঁদের একজন একটি খবরের চ্যানেলেন ২৫ বছর ও ২৩ বছরের সাংবাদিক।
জানা গেছে,'সপ্তাহ খানের আগে থেকে ঠান্ডা লাগা ও জ্বরের উপসর্গ দেখা দেয়। এরপরেই তিনি ডাক্তার দেখান। জ্বর কমছে না দেখে তিন দিন আগে ও আবার চেক-আপে গিয়ে পরীক্ষা করায়।' ওই সাংবাদিক ফিল্ডেও যেতে হত না। শুধু অফিস যেত আর বাড়ি ফিরত। ওর কোথাও বেড়াতে যাওয়ার রেকর্ডও ছিল না। ওই সাংবাদিকের সঙ্গে থাকা আরও এক সাংবাদিক করোনা আক্রান্ত।
তামিলনাড়ুর স্বাস্থ্যসচিব বিলা রাজেশ ও স্বাস্থ্যমন্ত্রী সি বিজয়ভাস্করের সাংবাদিক সম্মেলনে অংশ নেওয়া ওই দুই সাংবাদিক ছাড়াও আরও পাঁচজন সাংবাদিককেও কোয়ারানটিনে রাখা হয়েছে। সম্প্রতি করোনা সংকট প্রকট হওয়ার পর স্বাস্থ্য সংক্রান্ত খবরে সরিয়ে আনা হয়েছে ওই রিপোর্টারকে। ওই সাংবাদিক কার সংস্পর্শে করোনা আক্রান্ত হল, তার খোঁজও এখনও পর্যন্ত মেলেনি বলে জানিয়েছেন ডাক্তাররা। আজ রবিবার সকালে রাজীব গান্ধী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। পাশাপাশি তামিল চ্যানেলের আরও এক সাংবাদিক আক্রান্ত, তাকে স্ট্যানলি মেডিক্যাল কলেজে রাখা হয়েছে।
জানা গেছে,'সপ্তাহ খানের আগে থেকে ঠান্ডা লাগা ও জ্বরের উপসর্গ দেখা দেয়। এরপরেই তিনি ডাক্তার দেখান। জ্বর কমছে না দেখে তিন দিন আগে ও আবার চেক-আপে গিয়ে পরীক্ষা করায়।' ওই সাংবাদিক ফিল্ডেও যেতে হত না। শুধু অফিস যেত আর বাড়ি ফিরত। ওর কোথাও বেড়াতে যাওয়ার রেকর্ডও ছিল না। ওই সাংবাদিকের সঙ্গে থাকা আরও এক সাংবাদিক করোনা আক্রান্ত।
তামিলনাড়ুর স্বাস্থ্যসচিব বিলা রাজেশ ও স্বাস্থ্যমন্ত্রী সি বিজয়ভাস্করের সাংবাদিক সম্মেলনে অংশ নেওয়া ওই দুই সাংবাদিক ছাড়াও আরও পাঁচজন সাংবাদিককেও কোয়ারানটিনে রাখা হয়েছে। সম্প্রতি করোনা সংকট প্রকট হওয়ার পর স্বাস্থ্য সংক্রান্ত খবরে সরিয়ে আনা হয়েছে ওই রিপোর্টারকে। ওই সাংবাদিক কার সংস্পর্শে করোনা আক্রান্ত হল, তার খোঁজও এখনও পর্যন্ত মেলেনি বলে জানিয়েছেন ডাক্তাররা। আজ রবিবার সকালে রাজীব গান্ধী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। পাশাপাশি তামিল চ্যানেলের আরও এক সাংবাদিক আক্রান্ত, তাকে স্ট্যানলি মেডিক্যাল কলেজে রাখা হয়েছে।