লকডাউনে প্রতিদিন ৩০ কিমি পথ পাড়ি দিয়ে হাসপাতালে পৌঁছান নার্স! - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০

লকডাউনে প্রতিদিন ৩০ কিমি পথ পাড়ি দিয়ে হাসপাতালে পৌঁছান নার্স!

বিবিপি নিউজ: গোটা‌ দেশ জুড়ে চলছে লকডাউন। জরুরি পরিষেবা ব্যতিত সবকিছুই বন্ধ। বন্ধ যানবাহন চলাচল। ফলে বাড়ি থেকে হাসপাতালে পৌঁছতে হিমসিম খেতে হচ্ছে ডাক্তার,নার্স সহ স্বাস্থ্য কর্মীদের। এমন পরিস্থিতিতে প্রতিদিন ৩০ কিলোমিটার পথ অতিক্রম করে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সেবা করতে আসেন এই নার্স।

ওই নার্স‌ দিল্লির লোক নায়েক হাসপাতালের রোগীদের সেবায় নিয়োজিত। তার মতে, ‘এটা তার কর্তব্য। কেন তিনি ভয় পাবেন?’ যেখানে স্বাস্থ্য কর্মীর সংখ্যা প্রায় এক হাজার। এই মুহূর্তে সেই হসপিটালে করোনা ভাইরাস আক্রান্ত সংখ্যা ৬০২। হাসপাতালে আসার পরই তিনি তার খয়েরি রঙের পোশাকটি পরে নেন। তাছাড়াও তিনি পার্সোনাল প্রটেক্টিভ ইক্যুয়িপমেন্ট অর্থাৎ পি.পি.ই দিয়ে পুরো শরীর ঢেকে নেন। তবে তাপমাত্রা দ্রুত বেড়ে যাওয়ার জন্য আধঘন্টার জন্যও এই পোশাক গুলি পড়ে কাজ করা সত্যিই খুব কষ্টকর হচ্ছে। এছাড়া তারা এয়ার কন্ডিশন ও চালাতে পারছেন না। সবমিলিয়ে পরিস্থিতি খুব খারাপ। এই হাসপাতালে নার্স দের তিনিই নেতৃত্ব দেন। তার কথায় শুধুমাত্র রোগীরা যে সেখানে যত্ন পাবেন তা নয়, তার নার্সরাও সেখানে যথেষ্ট সুরক্ষিত থাকবে। সোশ্যাল মিডিয়ায় তার এই কথা ভাইরাল হতেই হাসপাতালে পাশ্ববর্তী একটি হোটেলে তাদের থাকার ব্যবস্থা করেছেন প্রশাসন।

Pages