বিবিপি নিউজ: দেশ জুড়ে লকডাউনে স্তব্ধ দেশবাসী। করোনা ভাইরাস মোকাবিলায় তৎপর কেন্দ্রীয় সরকার। লকডাউনে দেশের কঠিন পরিস্থিতিতে করোনা মোকাবিলা ফান্ড তৈরি করেছেন প্রধানমন্ত্রী মোদী। একে একে সাহায্যে এগিয়ে এসেছেন। অভিনেতা,অভিনেত্রী,খেলোয়াড় থেকে শুরু করে সাধারণ মানুষ ও ছ'বছরের শিশুও এগিয়ে এসেছেন ফান্ডে।
করোনার জেরে দেশজুড়ে সংকটময় পরিস্থিতি। এই মুহূর্তে দেশবাসীর পাশে দাঁড়ানোর প্রচেষ্টায় কোনওরকম খামতি রাখছেন না শাহরুখ খান। সবটুকু উজাড় করে দিচ্ছেন কিং খান। বৃহস্পতিবার রাতেই করোনা মোকাবিলায় সাতটি পৃথক ফান্ডে অনুদান দেওয়ার কথা জানিয়েছিলেন কিং খান।
শুধু আর্থিক সাহায্যই নয় এই পরিস্থিতিতে ময়দানে নেমে সারারণ মানুষের জন্য কাজ করবে তাঁর চারটি সংস্থা- কলকাতা নাইট রাইডার্স, মীর ফাউন্ডেশন, রেড চিলিস এন্টারটেনমেন্ট ও রেড চিলিস ভিএফএক্স। এবার মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের জন্য নিজেদের চারতলা একটি অফিসের বিল্ডিংয়ের দরজা খুলে দিয়েছেন শাহরুখ-গৌরী। বিএমসি যাতে সেই বহুতলে কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করতে শিশু, বয়স্ক এবং মহিলাদের জন্য সেই কারণেই এই উদ্যোগ। সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রকাশ্যে আনে মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন।
দেখুন সেই ট্যুইট.
माझी Mumbai, आपली BMC
✔@mybmc
#StrongerTogether
We thank @iamsrk & @gaurikhan for offering their 4-storey personal office space to help expand our Quarantine capacity equipped with essentials for quarantined children, women & elderly.
Indeed a thoughtful & timely gesture!#AnythingForMumbai#NaToCorona
माझी Mumbai, आपली BMC
✔@mybmc
With 10.5K TESTs, #FlattenTheCurve is the mantra adopted by @mybmc since 3-Feb!
4K #HomeTests so that you #StayHomeStaySafe
Thanks to @mybmc Docs & Pvt Labs in Mumbai, we’re grateful to contribute to India’s efforts at testing 43K#ProudToProtect#AnythingForMumbai#NaToCorona
করোনা মোকাবিলায় শাহরুখের ভূমিকা নিয়ে দিনকয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছিল সমালোচকরা। সেই নিন্দুকদের কাজের মাধ্যমেই জবাব দিলেন শাহরুখ। মহারাষ্ট্রের জন্য শাহরুখ-গৌরী একের পর এক কাজ করে চলেছেন। বলিউডের এই তারকা দম্পতিকে ধন্যবাদ জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।
Gauri Khan
✔@gaurikhan
Not at all sir. In times like these we all have to do our bit. Grateful for what all you are doing to keep Maharashtra safe. …
CMO Maharashtra
✔@CMOMaharashtra
Thank you @iamsrk ji @gaurikhan ji