সেনা ও সন্ত্রাসবাদী সংঘর্ষে খতম ৪ হিজবুল , জখম ২ জওয়ান - BBP NEWS

Breaking

শনিবার, ৪ এপ্রিল, ২০২০

সেনা ও সন্ত্রাসবাদী সংঘর্ষে খতম ৪ হিজবুল , জখম ২ জওয়ান

বিবিপি নিউজ: পুলিশ ও জঙ্গী সংঘর্ষে মৃত ৪ হিজবুল জঙ্গি,আহত দুই জওয়ান। ঘটনাটি ঘটেছে আজ শনিবার সকালে জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায়। পুলিশ জানিয়েছে, এ দিন সকালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ওই চার সন্ত্রাসবাদীর মৃত্যুর পাশাপাশি জখম হয়েছেন ভারতীয় সেনাবাহিনীর দুই জওয়ান।

জম্মু ও কাশ্মীর পুলিশের মুখপাত্র জানিয়েছেন, ‘গত ১২ দিন ধরে উপত্যকার একাধিক বাসিন্দাকে হত্যা করেছে হিজবুল মুজাহিদিন গোষ্ঠীর সন্ত্রাসবাদী দল। এর মধ্যে ৪টি হত্যাকাণ্ড ঘটে দক্ষিণ কাশ্মীরে। পুলিশ তাদের ধাওয়া করে সন্ত্রাসবাদীদের গোপন আস্তানার সন্ধান পায়। এ দিন সকালে কুলগামের হরমন্দ গুড়ি গ্রামের ওই ডেরায় হানা দেয় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল।সংঘর্ষে তিন সন্ত্রাসবাদীকে খতম করা হয়েছে।’

Pages