বিবিপি নিউজ: ফের একই থানার ৯ জন পুলিশকর্মীর দেহে করোনা ভাইরাসের থাবা বসিয়েছে। মুম্বইয়ের ওয়াদালা থানার নয় পুলিশকর্মীর করোনা রিপোর্ট টেষ্ট করা হলে তাদের সকলের পজিটিভ আসে। এদিন তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, এই নয় জন পুলিশ কর্মীর মধ্যে কয়েকজনের বয়স ৫০-এর কম। ওয়াদালা থানার অধীনে সাতটি রেড জোন রয়েছে। পুলিশকর্মীরা ডিউটির সময় করোনায় আক্রান্ত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা। মুম্বইয়ে এখনও পর্যন্ত ১০৬ জন পুলিশকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে তিনজনের।আজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানান, করোনা যুদ্ধে অন্যান্য দেশের থেকে সব মাপকাঠিতেই এগিয়ে ভারত। তিনি বলেন, 'আমি নিশ্চিত, আগামী কয়েক সপ্তাহে করোনাভাইরাসের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধে জিততে সক্ষম হওয়া উচিত আমাদের।'
