বিশ্বে করোনা আক্রান্ত ৩২ লক্ষ ছাড়িয়েছে, সুস্থ হয়েছে কমপক্ষে ১০ লাখ - BBP NEWS

Breaking

শুক্রবার, ১ মে, ২০২০

বিশ্বে করোনা আক্রান্ত ৩২ লক্ষ ছাড়িয়েছে, সুস্থ হয়েছে কমপক্ষে ১০ লাখ


বিবিপি নিউজ: গোটা বিশ্বে মারন ভাইরাস করোনা আক্রান্তের সংখ্যা ৩২ লাখ ছাড়িয়ে গেল। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছেন ২.২৮ লাখের বেশি। তবে সেরে উঠেছেন ১০ লাখের বেশি মানুষ। এরইমধ্যে মৃত্যুর নিরিখে স্পেনকে টপকে এবার তৃতীয় স্থানে চলে এল ব্রিটেন। ভারতেও অবস্থা খুব একটা ভালো নয়। সংক্রমণের হার কমলেও আক্রান্তের সংখ্যা ৩৩,০০০-এর গণ্ডি টপকে গিয়েছে। মৃতের সংখ্যাও ১,০০০ ছাড়িয়ে গিয়েছে। ব্রিটেনে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬,০৯৭। করোনায় মৃত্যুর নিরিখে বিশ্বের আমেরিকা ও ইতালির পরেই রয়েছে ব্রিটেন। গত ২৪ ঘণ্টায় আরও ৪,৪১৯ জনের মৃত্যু হয়েছে। কেয়ার হোমে মৃতদেরও নথিভুক্ত করা হয়েছে। আমেরিকায় গত ২৪ ঘণ্টায় ২,৫০২ জন করোনাভাইরাস আক্রান্তের মৃত্যু হয়েছে। ফলে মার্কিন মুলুকে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬০,৮৫৩।


Pages