বিবিপি নিউজ,কলকাতা: দেশের পাশাপাশি রাজ্যে মারন ভাইরাসের থাবায় মৃতের সংখ্যা এক ধাক্কায় অনেক বেড়েছে। বিগত ২৪ ঘন্টায় রাজ্যে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩। যদিও পজিটিভ ছিল, কিন্তু করোনায় মৃত্যু হয়নি, রাজ্যে এমন মৃত্যুর সংখ্যা ১০৫। জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতরের ডেথ কেস অডিট কমিটি।
আজ বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব রাজীব সিনহা জানান, বিগত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ৩৭ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। ভাইরাসের থাবা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ১৫ জন। ফলে এই মুহূর্তে অ্যাকটিভ করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭২। আর সুস্থ হয়ে উঠেছেন ১৩৯ জন।
