বিবিপি নিউজ: দেশে মারন ভাইরাস করোনায় কেড়ে নিয়েছে পুলিশ কর্মী থেকে চিকিৎসক সহ হাজারের বেশি মানুষের। ভাইরাস সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে। মুম্বাই পুলিশের পাশাপাশি এবার করোনা থাবা বসিয়েছে কলকাতা পুলিশের অন্দরে।
গার্ডেনরিচ থানার ওসির পরে আক্রান্ত হলেন কলকাতা পুলিশের আরও এক ওসি। প্রগতি ময়দান থানার ওসি-এর রিপোর্ট করোনা পজেটিভ এসেছে। শনিবার রাতে তার রিপোর্ট আসে। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই অফিসার। তাঁর স্ত্রীও করোনা আক্রান্ত বলে স্বাস্থ্য ভবন সূত্রে খবর ।
ওই পুলিশ আধিকারিকের রিপোর্ট পজিটিভ আসার পর পরই রবিবার সকালে পুলিশ কমিশনার অনুজ শর্মা সরাসরি তার সঙ্গে ফোনে কথা বলেন।। তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন। ওসির করোনা আক্রান্ত হওয়ার রিপোর্ট সামনে আসার পর পুলিশ কমিশনার নির্দেশ দিয়েছেন প্রগতি ময়দান থানাকে রোজ স্যানিটাইজ করার জন্য।কলকাতা পুলিশের সব ডিসিকে নির্দেশ দিয়েছেন, সমস্ত স্তরের পুলিশকর্মীকে আরও একবার সচেতন করার জন্য। তিনি জানিয়েছেন, প্রত্যেকেই যাতে সবসময় মাস্ক, গ্লাভস ও স্যানিটাইজার সবসময় ব্যবহার করেন তা নিশ্চিত করতে হবে।
