Breaking! পরিযায়ী শ্রমিকদের ট্রেনের ভাড়া দেবে কংগ্রেস! ঘোষণা সোনিয়া গান্ধির - BBP NEWS

Breaking

সোমবার, ৪ মে, ২০২০

Breaking! পরিযায়ী শ্রমিকদের ট্রেনের ভাড়া দেবে কংগ্রেস! ঘোষণা সোনিয়া গান্ধির


বিবিপি নিউজ: করোনা ভাইরাস পরিস্থিতিতে ভিন রাজ্যের শ্রমিকদের ঘরে ফেরাতে ট্রেনের ভাড়া চেয়েছেন কেন্দ্রীয় সরকার। এই নিয়ে সোচ্চার হয়েছেন বিরোধীরা।  কেন্দ্রীয় সরকারের এহেন ভূমিকায় শ্রমিকদের পাশে দাঁড়ালেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার ট্রেনের ভাড়া দেবে কংগ্রেস।

 আজ কংগ্রেস সভাপতি ঘোষণা করেন যে কংগ্রেস "আমাদের অর্থনীতির মেরুদন্ড" এবং "আমাদের দেশের বিকাশের রাষ্ট্রদূত" এই শ্রমিকদের বাড়ি ফেরার ট্রেনের ভাড়া প্রদান করবে। সোমবার সকালে একটি চিঠিতে সোনিয়া গান্ধী বলেন, “আমাদের দেশবাসীর সেবায় এবং তাদের সংহতিতে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে ভারতীয় জাতীয় কংগ্রেসের এটি একটি বিনীত অবদান।"

Pages