বিবিপি নিউজ: পরপর মাত্র কয়েকটা ঘন্টার ব্যাবধানে বলিউড জগতে নক্ষত্র পতন মেনে নিতে পারছেনা। শোকস্তব্ধ সিনে জগতের কলাকুশলীরা থেকে গোটা দেশবাসী। ইরফান খান ও ঋষি কাপুরের মৃত্যু শোকের মাঝেই শুক্রবার রাতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে অভিনেতা নাসিরুদ্দিন শাহর অসুস্থতার খবর।
তবে সেই খবরকে গুজব বলে উড়িয়ে দিলেন অভিনেতার পুত্র বিভান। পাশাপাশি ঋষি কাপুর ও ইরফানের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিভান শাহ। এদিন একটি ট্যুইট করে অভিনেতা পুত্র বিভান জানান, ‘ সব কিছু ঠিক আছে,বাবা একদম সুস্থ। তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে যে খবর শোনা যাচ্ছে তা ভুয়ো। উনি ভালো আছেন। ইরফান ভাই এবং চিন্টুজির জন্য প্রার্থনা করছি। উনাদের কথা খুব মনে পড়ছে। তাঁদের পরিবারের প্রতি রইল সমবেদনা। মন ভেঙে যাচ্ছে ওদের কথা ভেবে। ওঁনাদের চলে যাওয়াটা আমাদের সবার জন্য বিরাট বড় একটা ক্ষতি। অভিনেতা বিভান শাহের কাছ থেকে তাঁর বাবার শারীরিক সুস্থতার খবর পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছে সিনেপ্রেমীরা।