বিবিপি নিউজ: দ্বীতিয় দফা লকডাউন শেষ হওয়ার একদিন আগেই ফের লকডাউন দু'সপ্তাহ বাড়ানোর কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে। গোটা দেশে চলবে এই লকডাউন।
তবে এবার কিছুটা হলেও নিয়ম শিথিল করলেন সরকার। আজ শুক্রবার বিকালে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে জানান হয়েছে যে লকডাউন ফের দুই সপ্তাহের জন্য বৃদ্ধি করা হচ্ছে। সারা দেশেই চলবে লকডাউন যদিও গ্রিন ও অরেঞ্জ জোনে অনেকটাই বাধা নিষেধ শিথিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে মদ বিক্রি, যার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।
দেশ জুড়ে লকডাউন চলায় অর্থনীতি ঝিমোচ্ছে, ধুঁকছে রাজস্ব। দিন দিন বেড়েই চলেছে ভাইরাস আক্রান্তের সংখ্যা। ফলে লকডাউনও বেড়ে চলেছে। এই সময়ে বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি হচ্ছে রাজ্যগুলির।
সেই কারণে ধীরে ধীরে কল-কারখানাগুলি চালু করার ওপর জোর দিয়েছে কেন্দ্রীয় সরকার। কিন্তু বাংলা সহ বহু রাজ্যে রাজস্বের একটি বড় উৎস মদ। এবার স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে শর্তসাপেক্ষে মদ বিক্রি করা যাবে।
প্রকাশ্য মদ্যপান করা যাবে না, বলে জানিয়েছে কেন্দ্র। একই সঙ্গে মদের দোকানে একসঙ্গে পাঁচজনের বেশি জড়ো হতে পারবেন না। একে অপরের মধ্যে দূরত্ব বজায় রাখতে হবে। শুধু গ্রিন বা অরেঞ্জ জোন নয়, রেড জোনেও গ্রামীন অঞ্চলেও মিলবে মদ।