বর্ধমানে আক্রান্ত ১ নার্স, সিল বিদ্যুৎ দপ্তরের তিনটি অফিস! - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ৫ মে, ২০২০

বর্ধমানে আক্রান্ত ১ নার্স, সিল বিদ্যুৎ দপ্তরের তিনটি অফিস!


বিবিপি নিউজ: করোনার থাবায় বর্ধমানের এক‌‌ মহিলা নার্স।  জানা গেছে,কলকাতায় কর্মরত ঐ নার্স তিন দিন আগে বর্ধমান শহরে বাড়িতে ফেরেন। এরপর থেকে তিনি কোয়ারান্টাইনে ছিলেন। সোমবার সন্ধ্যায় করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া যায়। রাতেই তাঁকে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের করোনা হাসপাতালে পাঠানো হয়েছে।

এছাড়া ওই নার্সের পরিবারের আরো চারজনকে বর্ধমানের বামবটতলার বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আক্রান্তের স্বামী বিদ্যুৎ দপ্তরের পদস্থ আধিকারিক। এর জেরে বর্ধমানের তিনটি বিদ্যুৎ দপ্তরের অফিস সিল করে দেওয়া হয়েছে। গাড়ির চালক সহ তাঁর সংস্পর্শে এসেছেন এমন আরো চার জনকে চিহ্নিত করা হয়েছে। ওই নার্সের বাড়ির এলাকায় সিল করে দিয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

Pages