বিবিপি নিউজ: দেশজুড়ে নয় রাজ্যেও করোনা সংক্রান্ত ও মৃত্যু লাফিয়ে লাফিয়ে বাড়ছে।এবার করোনা গ্রাসের শিকার হল কলকাতার এক শিশু হাসপাতাল।যে হাসপাতালের মাত্র কয়েকদিন আগেই এক নার্স করোনা সংক্রমিত হয়ে বেলেঘাটায় ভর্তি।সে জন্য ওই হাসপাতালের ১৭জন নার্সের লালারস পরীক্ষা করা হয়।অবশেষে তাঁদের মধ্যে ১২জন নার্সের মঙ্গলবার করোনা পজিটিভ আসে।সাথে সাথেই ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ নামের ওই হাসপাতালকে প্রসাশনের তরফ থেকে সিল করার সিদ্ধান্ত নেয়।
কিন্তু প্রশ্ন হলো, যে হাসপাতালে সদ্যজাত শিশু থেকে শুরু করে গর্ভবতী মায়েদের চিকিৎসা করা হয় ,সেই হাসপাতালে কেন করোনার মতো মারণ ভাইরাসের জন্য উপযোগী সাবধানতা নেওয়া হলো না?যদিওবা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে শিশু সহ মায়েদের অন্য কোনো শিশু হাসপাতালে স্থানান্তরিত করার চিন্তা ভাবনা তাঁর করছেন।তবুও থেকে যায় প্রশ্ন, কেননা শিশু সহ মায়েদের অন্য কোনো হাসপাতালে স্থানান্তরিত করলেও কতটা তারা নিরাপদ?যেখানে কলকাতার মতো জায়গায় দিন দিন করোনা সংক্রমণ বেড়েই চলছে, তাই নতুন করে এক হাসপাতালের মোট ১৩জন নার্সের করোনা পজিটিভ শুধু রাজ্য সরকারের নয় ওই হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে অন্যান নার্স সহ সাধারণ কর্মী দের যে রাতের ঘুম উড়ে গেল তা একবাক্যে স্বীকার করতেই হবে।সর্বোপরি শিশু সহ মায়েদের বিষয়টি ও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এইমুহুর্তে।
