বিবিপি নিউজ: বিগত ২৪ ঘন্টায় দেশে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যু সর্বাধিক। নিশ্চিত করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। জানা গিয়েছে, একদিনে ৭৭ জনের মৃত্যু হয়েছে। যা দেশের সংক্রমণে মৃত্যুর নিরিখে সর্বাধিক হার। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, এই মৃত্যু ধরে দেশে মোট মৃত ১,২১৮ জন।
পাশাপাশি দেশে সংক্রমিতের সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়েছে। মোট সংক্রমিত ৩৭,৩৩৬। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯,৯৫০ জন। মন্ত্রকের দাবি, গত এক সপ্তাহে ভাইরাসের থাবা থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরা মানুষের শতাংশ অনেকটাই। করোনা সংক্রমণ মোকাবিলায় দেশব্যাপী লকডাউনের সময়সীমা আরও দু'সপ্তাহের জন্য বাড়ানো হল। ৪ মে থেকে পরবর্তী দু'সপ্তাহ লকডাউন জারি থাকবে বলে সরকারের তরফে জানানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রক নতুন গাইডলাইন তৈরি করেছে এই সময়কালের জন্য। ‘রেড', ‘অরেঞ্জ' ও ‘গ্রিন' জোন অনুসারে এই গাইডলাইন তৈরি করা হয়েছে।
সরকারের তরফে জানানো হয়েছে, ‘গ্রিন' ও ‘অরেঞ্জ' জোনের ক্ষেত্রে কিছু শিথিলতা আনা হবে। তবে দেশজুড়ে যে কোনও ‘জোন' নিরপেক্ষ ভাবে কিছু বিধিনিষেধ থাকবে বলেও জানানো হয়েছে। বিমান, রেল, মেট্রো পরিষেবা ও আন্তঃরাজ্য ভ্রমণ নিষিদ্ধই থাকবে। বন্ধ থাকবে স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষা / প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠান।