রেশন নিয়ে বিক্ষোভ দেখালেই দোকান বন্ধ করে দেবে রাজ্য সরকার - BBP NEWS

Breaking

শনিবার, ২ মে, ২০২০

রেশন নিয়ে বিক্ষোভ দেখালেই দোকান বন্ধ করে দেবে রাজ্য সরকার


 বিবিপি নিউজ: রেশন নিয়ে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন রাজ্য সরকার। রেশন বণ্টনে বেনিয়মের প্রতিবাদে বিক্ষোভ দেখালে বন্ধ হয়ে যেতে পারে আপনার দোকান। শুক্রবার নবান্ন থেকে এমনি নির্দেশিকা জারি হয়েছে। রেশন নিয়ে জেলায় জেলায় বিক্ষোভ রুখতে অবশেষে রেশন দোকানই সাময়িক ভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

শুক্রবার নবান্নে এবিষয়ে সিদ্ধান্ত নিয়েছে, এবার থেকে রেশন নিয়ে কোথাও বিক্ষোভ হলে সাময়িক ভাবে বন্ধ থাকবে দোকান। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার দোকান খোলা হবে। জানা গেছে রেশন বন্টনে এমন সিদ্ধান্তের কারন, রাজ্যের বিভিন্ন প্রান্তে পরিকল্পনা করে রেশন বণ্টন নিয়ে অশান্তি পাকাচ্ছে বিজেপি। তাই এমন সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের সরকার।

Pages