লকডাউনে অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন সোনারতরী! - BBP NEWS

Breaking

শনিবার, ২ মে, ২০২০

লকডাউনে অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন সোনারতরী!

বিশেষ সংবাদদাতা: দেশ জুড়ে করোনা ভাইরাসের জেরে ঘরবন্দী মানুষেরা। স্তব্ধ শহরের রাস্তা। বন্ধ কলকারখানা থেকে অফিস কাছারি।
এমন পরিস্থিতিতে দিন আনা দিন খাওয়া মানুষদের অবস্থা খুব সংকটজনক হয়ে দাঁড়িয়েছে। তাদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন,পাড়ার ক্লাব থেকে শুরু করেছে পড়ুয়ারা। এলাকার অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন সোনারতরী।
শুক্রবার পহেলা মে তথা আন্তর্জাতিক শ্রমিক দিবসের দিনে সোনারতরী সংস্থার পক্ষ থেকে কলকাতার বরিশা পাশ্ববতী এলাকার মানুষদের লকডাউনের দুঃসময়ে কয়েক দফায় প্রায়  পাঁচশ জন পরিবারের সদস্যদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করলেন। এদিন "চাল , আলু, তেল, পেঁয়াজ ,সাবান, সোয়াবিন সহ একাধিক নিত্য প্রয়োজনীয় দ্রব্য অসহায় মানুষদের হাতে তুলে দেয়।

Pages