বিবিপি নিউজ: রাজ্যে দিন দিন মারন ভাইরাসের থাবায় জাকিয়ে বসসছে। বিগত ২৪ ঘণ্টায় আরও ৯২ জনের শরীরে কোভিড-১৯ বাসা বেঁধেছে। এই নিয়ে মোট ১৫৪৮ জন আক্রান্ত হয়েছে। মৃতের সংখ্যাও বাড়ছে ধাপে ধাপে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৭ জনের।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য ভবন প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় যাঁরা আক্রান্ত হয়েছেন তাঁদের ৯০ শতাংশই কলকাতা, হাওড়া এবং উত্তর ২৪ পরগনার বাসিন্দা। রাজ্যে বৃহস্পতিবার পর্যন্ত সক্রিয় করোনা আক্রান্ত ১ হাজার ১০১ জন। নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছেন শীর্ষ ব্যাঙ্ক কর্তা, পুলিশও। গত ২৪ ঘণ্টায় সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি বেড়েছে হাওড়াতে, ৩৪ জন। কলকাতায় বেড়েছে ১১ জন। তালিকায় রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, বীরভূম, মালদহও। বীরভূমে গত ২৪ ঘণ্টায় সক্রিয় আক্রান্তের সংখ্যা ৩ থেকে বেড়ে ৬ হয়েছে বলে জানা গিয়েছে। রাজ্যে এখনও পর্যন্ত ৩২ হাজার ৭৫২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬১১ নমুনা পরীক্ষা করা হয়েছে।
