জলপাইগুড়িতে পূর্ণ বয়স্ক হাতির অস্বাভাবিক মৃত্যু! আটক ৮ - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ৫ মে, ২০২০

জলপাইগুড়িতে পূর্ণ বয়স্ক হাতির অস্বাভাবিক মৃত্যু! আটক ৮

বিবিপি নিউজ: ফের জলপাইগুড়িতে পূর্ণ বয়স্ক হাতির মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গেছে জলপাইগুড়ির রাজগঞ্জের টাকিমারির চর এলাকায় ধানের জমির পাশ থেকে উদ্ধার একটি  পূর্ণবয়স্ক হাতির মৃতদেহ। এরপরে স্থানীয়রা বন দফতরের কর্মীদের খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় বনদফতরের আধিকারিকরা এবং মিলনপল্লী ফাঁড়ির পুলিশ।
বন দফতর ও পুলিশ সূত্রে জানা গেছে, টাকিমারির চর এলাকায় কৃষকেরা জমির ফসল হাতির হাত থেকে বাঁচাতে বিদ্যুৎবাহী তার দিয়ে ঘিরে রাখেন। তবে বিদ্যুতপিষ্ট হয়ে মৃত্যু হতে পারে বলে স্থানীয়দের অনুমান।এর আগেও ওই এলাকায় বিদ্যুতপিষ্ট হয়ে হাতির মৃত্যু হয়েছে। এই হাতিটিরও সেভাবেই মৃত্যু হতে পারে বলে মনে করছেন।এই ঘটনায় পুলিশ ৮ জনকে আটক  করছে । এডিএফও নিতা ছেত্রী জানিয়েছেন, হাতিটির কিভাবে মৃত্যু হল তা এখনই বলা সম্ভব নয়। ঘটনাস্থলে বিদ্যুৎবাহী তার পাওয়া গেছে । ঘটনার  তদন্ত করা হচ্ছে । ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে ।

Pages