বিবিপি নিউজ: চলছে দেশ জুড়ে করোনা ভাইরাস মোকাবিলায় লকডাউন। ঘরবন্দী অবস্থায় গোটা দেশবাসী। কাজ হারিয়েছেন। ফুরিয়েছে সঞ্চয়ের টাকা। নেই চাল-ডাল রান্নার জন্য। দুঃসময়ে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন সংগঠন থেকে রাজনৈতিক নেতারা। অনাহারে-অর্ধাহারা থাকা মানুষদের মুখে দুবেলা দুমুঠো ভাত তুলে দিচ্ছেন এলাকার রাজনৈতিক নেতা মন্ত্রী সহ বিভিন্ন সংগঠনের কর্মীরা। কিন্তু ভাত ডাল কমিউনিটি কিচেনে রান্না করে খাওয়া ব্যবস্থা করেছেন। বিভিন্ন স্থানে খোলা হয়েছে লঙ্গরখানা। কিন্তু এই লকডাউনে এলাহি আয়োজন করছেন রাজ্যের প্রাক্তন পরিবহনমন্ত্রী মদন মিত্র। তাঁর বিধানসভা এলাকার মানুষ। প্রতিদিন রান্না হচ্ছে 10 হাজারের বেশি মানুষের। এত মানুষের জন্য কী রান্না হচ্ছে, তার মেনু শুনলে রীতিমতো চোখ কপালে উঠবে। খিচুড়ি, কোপ্তা, আলুর বিরিয়ানি, চিকেন বিরিয়ানি সহ সব এলাহি খাবার।
লকডাউনে প্রত্যাশাকে ছাপিয়ে চিকেন বিরিয়ানি, কোপ্তা সহ এলাহি সমস্ত গরমাগরম খাবার পাচ্ছেন একদম বাড়িতে বসেই। যা দিয়ে দু'বেলা রীতিমতো কবজি ডুবিয়ে খাচ্ছেন কামারহাটি বিধানসভার মানুষ। মদন মিত্র তাঁর বিধানসভা এলাকার প্রায় 10 হাজার মানুষের জন্য প্রতিদিন সুস্বাদু আহারের ব্যবস্থা করে চলেছেন। লকডাউনে যাতে কামারহাটি বিধানসভার মানুষ ভালো থাকেন তার জন্য চারটি বড় বড় কমিউনিটি কিচেন তৈরি হয়েছে গোটা এলাকায়। কামারহাটি, বেলঘরিয়া চত্বর কভার করছে এই কমিউনিটি কিচেন গুলি। প্রতিদিন রান্না হচ্ছে 10 হাজারের বেশি মানুষের জন্য। এত মানুষের জন্য কী রান্না হচ্ছে, খিচুড়ি, কোপ্তা, আলুর বিরিয়ানি, চিকেন বিরিয়ানি সহ সব এলাহি খাবার। তবে এই রান্না করা খাবার খাওয়ার জন্য দিতে হচ্ছে না কোনও লাইন। গরমা-গরম খাবার কন্টেনারে ভরে পৌঁছে যাচ্ছে এলাকার মানুষের বাড়িতে। ঘরে বসেই মহানন্দে এলাহি এই খাবার পাচ্ছেন।
