বিবিপি নিউজ: পাকিস্তানের এয়ারফোর্সের ইতিহাস ঘাঁটলে এমন তথ্য কখনও খুঁজে পাওয়া যাবে না। এই প্রথম পাকিস্তান এয়ারফোর্সের পাইলট পদে একজন হিন্দু যুবককে নিয়োগ করলেন। সেদেশের সংখ্যালঘু হিন্দু ধ'র্মাবলম্বীকে এই প্রথম কোনো এয়ারফোর্সের পাইলট পদে বসানো হয়েছে।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, পাকিস্তান এয়ারফোর্সের পাইলট পদে যোগ দেওয়া ওই যুবকের নাম রাহুল দেব। তাকে জেনারেল ডিউটি পাইলট হিসেবে নিযু'ক্ত করা হয়েছে। রাহুল দেব পাকিস্তানের সিন্ধ প্রদেশ জেলার থারপরকরের বাসিন্দা। অল পাকিস্তান হিন্দু পঞ্চায়েত সেক্রেটারি রবি দাওয়ানি এই ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন। পাকিস্তানে সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকেই সিভিল সার্ভিস এবং সে'নাবাহিনীতে কাজ করছেন। সে দেশে চিকিৎসক হিসাবেও কাজ করছেন হিন্দু কমিউনিটির অনেকে। কিন্তু এই প্রথমবারের মতো এয়ারফোর্সের পাইলট পদে একজন সংখ্যালঘুকে বসালেন।
