বিবিপি নিউজ: সোমবার সকাল থেকেই ভিড় জমায়েত মদের দোকানের সামনে। লাইন ছাড়িয়েছে এক মাইলের বেশি। দোকান খোলার আগে থেকেই মদ কিনতে উপচে পড়েছে ভিড়। এবার সেই মদের লাইনে খাকি পোশাকে ব্যাগ হাতে মদ কিনতে দেখা গিয়েছে এক পুলিশ কর্মীর।
তৃতীয় দফার লকডাউন শুরুর প্রথম দিন থেকেই মদ বিক্রির অনুমতি মিলেছে। রাজ্যের তরফে একটু দেরিতে নির্দেশিকা আসায় অধিকাংশ জায়গায় মদের দোকান খুলতে দুপুর গড়িয়ে যায়। তা সত্ত্বেও সকাল থেকেই অনেকে মদের দোকানের অপেক্ষা করছিলেন। দোকানের সামনে দীর্ঘ লাইনও পড়ে যায়। ব্যতিক্রম হয়নি মুর্শিদাবাদের বহরমপুরের হরিদাসমাটিতেও। এলাকার একটি মদের দোকানের সামনের লাইনে অনেকে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় ব্যাগ নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েন এক উর্দিধারী পুলিশকর্মী। মিনিট দশেক ছিলেন। হেলমেটে ঢাকা মাথা। হাতে বাজারের ব্যাগ। তা নিয়েই মদের দোকানের সামনে লাইনে উর্দি পরে দাঁড়িয়ে রয়েছেন ওই পুলিশকর্মী।
হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী জানা গেছে, বিকেল সাড়ে চারটে নাগাদ লাইন ভেঙে মদ কেনার চেষ্টা করেন ওই পুলিশকর্মী। ভিডিয়োতেও দেখা গিয়েছে, লম্বা লাইন সত্ত্বেও তিনি মদের দোকানের সামনে আগে ঢুকে গিয়েছেন। স্থানীয়দের অভিযোগ, আইনের রক্ষক হয়ে নিজেই সামাজিক বিধি লঙ্ঘন করেছেন ওই পুলিশকর্মী। পরে পরিচয় জানতে চাওয়া হলেও তিনি কোনও উত্তর না দিয়ে বাইক নিয়ে চলে যান। তবে উর্দি দেখে স্থানীয়দের ধারণা, সাব-ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক তিনি।
