ত্রাস করোনা,১২৫ বছরের ইতিহাসে প্রথম বন্ধ হচ্ছে কলকাতা মেডিক্যালের আউটডোর! - BBP NEWS

Breaking

শনিবার, ৯ মে, ২০২০

ত্রাস করোনা,১২৫ বছরের ইতিহাসে প্রথম বন্ধ হচ্ছে কলকাতা মেডিক্যালের আউটডোর!


বিবিপি নিউজ: করোনা ভাইরাসের থাবায় মহামারিরতে পরিনত হয়েছে বিশ্ব। ভাইরাসের বিরুদ্ধে লড়ে যাওয়া চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা দিন রাত অবিরাম ভাবে সেবা করে চলেছেন। এর জেরে ভাইরাসের থাবা থেকে বাঁচতে পারছেন না তারাও। সংক্রমণের কারনে একের পর এক হাসপাতালে বন্ধ হচ্ছে পরিষেবা। দেশে থমকে গেছে চিকিৎসা ব্যবস্থা। এবার ইতিহাসে‌ ছেদ শহর কলকাতায়। ১২৫ বছরের ইতিহাসে এই প্রথম বন্ধ হয়ে গেল কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের‌ সমস্ত আউটডোর।

কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল দেশের মধ্যে প্রথম করোনা চিকিত্‍সার জন্য কোনও সরকারি মেডিক্যাল কলেজের যাবতীয় আউটডোর পরিষেবা বন্ধ করে দেওয়া হল। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
সোমবার থেকে বন্ধ থাকছে সব ওপিডি। খোলা থাকবে ফিভার ক্লিনিক ও এইচআইভি নিয়ন্ত্রণের এআরটি সেন্টার। চালু থাকবে জরুরি বিভাগ। পরিষেবা মিলবে মাদার অ্যান্ড চাইল্ড হাবে। খোলা থাকবে রিজিওনাল ইন্সটিটিউট অফ অপথ্যালমোলজি।রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, কলকাতা মেডিক্যাল কলেজকে কোভিড-১৯ আক্রান্তদের চিকিৎসার জন্য ব্যবহার করা হবে।

Pages