একদিনে ৪০ কোটি রাজস্ব, মদ বিক্রি শুরু হতেই টাকার বৃষ্টি রাজ্যের কোষাগারে - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ৫ মে, ২০২০

একদিনে ৪০ কোটি রাজস্ব, মদ বিক্রি শুরু হতেই টাকার বৃষ্টি রাজ্যের কোষাগারে

বিবিপি নিউজ: মদ বিক্রি নিয়ে এখনও চলছে সোশ্যাল মিডিয়ায় ঝড়। নানা রকম মন্তব্যে ভরেছে সামাজিক মাধ্যমের পাতা। তবে তাতে কি একদিনে রাজ্যের অর্থনীতিতে যে জ্ঞান ফিরল। লকডাউনের জেরে প্রায় দেড় মাস পর মদের দোকান খুলেই এক দিনে ৪০ কোটি টাকা রাজস্ব আদায় করল রাজ্য সরকার। মঙ্গলবার পশ্চিমবঙ্গের আবগারি দফতর সূত্রে এই খবর জানা গিয়েছে। 

একটানা এই প্রথম ৪০ দিন বন্ধ থাকলো মদের দোকান। এরপরেই  কেন্দ্রীয় সরকারের ছাড়পত্র পেয়ে সোমবার রাজ্যের মদের দোকানগুলি ঝাঁপ তুললেন। ফলে করোনা মহামারির যন্ত্রণা ভুলে লম্বা লাইন পড়ে যায় মদের দোকানে। তৈরি হয় চরম বিশৃঙ্খলা। প্রায় সর্বত্র মদের দোকানের সামনে ভিড় করেন শয়ে শয়ে মানুষ। সোশ্যাল ডিসট্যান্সিংয়ের বালাই না রেখে ঝাঁপিয়ে পড়েন তাঁরা। পরিস্থিতি সামাল দিতে মুখ্যমন্ত্রীর বাড়ির পাড়ায় লাঠি পর্যন্ত চালাতে হয়েছে পুলিশকে। মদের দাম বাড়লেও পরোয়া নেই ক্রেতাদের। 

Pages