কোনো প্রমাণ দেয়নি আমেরিকা,চিনের ল্যাবে করোনা উৎপত্তির 'জল্পনা' উড়িয়ে দিলেন WHO - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ৫ মে, ২০২০

কোনো প্রমাণ দেয়নি আমেরিকা,চিনের ল্যাবে করোনা উৎপত্তির 'জল্পনা' উড়িয়ে দিলেন WHO


বিবিপি নিউজ: গোটা বিশ্বে করোনা ভাইরাস সংক্রমণে মৃত্যু মিছিল অব্যাহত। ইতিমধ্যেই দু'লক্ষের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ৩৬ লাখ ছাড়িয়েছে। চিনের উহান প্রদেশ‌ থেকে এই মারন ভাইরাসের উৎপত্তি। এরপরে পৃথিবীর প্রায় অধিকাংশ দেশে থাবা বসিয়েছে। চিনের ল্যাব থেকে করোনা ভাইরাসের উৎপত্তি হয়েছে বলে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এবার মার্কিন প্রেসিডেন্টের দাবির স্বপক্ষে আমেরিকা কোনও প্রমাণ দেয়নি বলে জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। WHO-এর এমার্জেন্সিস ডিরেক্টর মাইকেল রায়ান বলেন, 'ভাইরাসের উৎপত্তিস্থল নিয়ে আমেরিকার থেকে আমরা কোনও তথ্য বা নির্দিষ্ট প্রমাণ পাইনি। তাই আমাদের দৃষ্টিভঙ্গি থেকে এটা জল্পনা।' আমার একথা বলতে পারি না যে চিনের ল্যাব থেকে ভাইরাসের উৎপত্তি হয়েছে।

গোটা বিশ্বে করোনার সবথেকে বেশি প্রভাব পড়েছে ইউরোপ মহাদেশ ও আমেরিকায়। বিশ্বের ৮৫ শতাংশ মৃত্যুর খবর এই অঞ্চল থেকে পাওয়া গিয়েছে। ইউরোপের অধিকাংশ দেশের মতে, করোনার সর্বোচ্চ সীমা পেরিয়ে গিয়েছে। তবে ওয়াশিংটনের একটি অভ্যন্তরীণ গবেষণা অনুযায়ী, চলতি মাসের শেষে আমেরিকায় দৈনিক মৃত্যু দ্বিগুণ হবে। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের সেই গবেষণা অনুযায়ী, আগামী ১ জুনের মধ্যে আমেরিকায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াবে ২ লাখ। যা এখনের থেকে আট গুণ বেশি। আর দৈনিক মৃত্যুর বেড়ে দাঁড়াবে ৩,০০০। যা এখন ১,০০০-২,০০০-এর মধ্যে ঘোরাফেরা করছে। বিশ্বে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৩৬ লাখ ছাড়়িয়ে গেল। মৃতের সংখ্যা ২.৫২ লাখ পেরিয়ে গিয়েছে। সেরে উঠেছেন প্রায় ১২ লাখ মানুষ।

Pages