বিশ্ব সাংবাদিকতার চোখে জয়ী তিন ভারতীয় সাংবাদিক! জিতলেন পুলিৎজার পুরস্কার - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ৫ মে, ২০২০

বিশ্ব সাংবাদিকতার চোখে জয়ী তিন ভারতীয় সাংবাদিক! জিতলেন পুলিৎজার পুরস্কার


বিবিপি নিউজ: গোটা বিশ্বে সাংবাদিকতার মর্যদাপূর্ণ পুরুস্কার জিতলেন তিন ভারতীয় সাংবাদিক। বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি ভারতের ঝুলিতেও এসেছে এই পুরস্কার। দেশের তিন জন চিত্র সাংবাদিক পুলিৎজার পুরস্কারের জয়ী হলেন।ফিচার ফোটোগ্রাফি বিভাগে পুলিৎজার পুরস্কার পেলেন এই তিন সাংবাদিক।

গত বছর ৩৭০ ধারা অবলুপ্ত হওয়া ও তারপর জম্মু-কাশ্মীরকে দুই কেন্দ্রীয় শাসিত অঞ্চলে দ্বিখণ্ডিত করার পরে সেখানকার অবস্থা তাদের ক্যমেরার মাধ্যমে গোটা বিশ্বের কাছে কাশ্মীরের পরিস্থিতির ছবি তুলে ধরার জন্য এই পুরস্কার পেলেন মুখতার খান, ইয়াসিন দার ও চান্নি আনন্দ। এই তিন চিত্র সাংবাদিক অ্যাসোসিয়েটেড প্রেসের অর্থাৎ এপি সঙ্গে যুক্ত সাংবাদিকদের লেন্সে। সেই কাজের স্বীকৃতি স্বরূপ মিলল এই পুরস্কার। 

Pages