![]() |
| তপনকান্তি মুখার্জি |
তেত্রিশ কোটি দেবতা আছেন
ঠাকুর আছেন একজনই ,
সকল দুঃখ পার করে দেন
তিনি সবার নয়নমণি ।
জন্ম থেকে মরণযাত্রা
সব্খানেতেই বিরাজমান ,
তিনি রবি তিনিই ইন্দ্র
জগৎজোড়া তাঁহারই নাম ।
তিনি কবি তিনিই লেখক
ঋষি এবং দার্শনিক ,
বিশ্বমাঝে ছড়ানো তাঁর
আশীর্বচন মাঙ্গলিক ।
