বিবিপি নিউজ: মানসিক অবসাদে ভুগছিলেন বেশ কয়েকদিন। এদিন ডিউটি থাকাকালীন হাসপাতালের ছাঁদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক তরুণী চিকিৎসক। মৃতের নাম পৌলমি সাহা(২৫)। মৃত ওই চিকিৎসক আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ফ্লু ক্লিনিকের দায়িত্বে ছিলেন।
জানা গেছে,শিশুরোগ বিশেষজ্ঞ পৌলমী বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন। হাসপাতালে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি হিসাবে কর্মরত ছিলেন। সহপাঠীরা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে অবসাদে ভুগছিলেন তিনি। শুক্রবার ফ্লু ক্লিনিকের দায়িত্বে ছিলেন পৌলমি। অনুমান সকালে ক্লিনিক চলাকালীন হঠাৎই ক্যাজুয়ালটি ব্লকের সবচেয়ে ওপরের তলা থেকে ঝাঁপ দেন তিনি। সজোরে এসে পড়েন ইমার্জেন্সি ওয়ার্ডের কার্নিশে। বিকট আওয়াজ পেয়ে অন্যান্য চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা গিয়ে দেখেন মৃত্যু হয়েছে তাঁর।
প্রসঙ্গত হাসপাতালের ফ্লু ক্লিনিকেই করোনা রোগীকে প্রাথমিক ভাবে সনাক্ত করা হয়। তবে তাঁর আত্মহত্যার পিছনে ফ্লু ক্লিনিকে দায়িত্ব পড়ার চাপ কাজ করে থাকতে পারে বলে মনে করছেন তাঁর সহকর্মীদের একাংশ। ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে পুলিশ।
জানা গেছে,শিশুরোগ বিশেষজ্ঞ পৌলমী বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন। হাসপাতালে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি হিসাবে কর্মরত ছিলেন। সহপাঠীরা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে অবসাদে ভুগছিলেন তিনি। শুক্রবার ফ্লু ক্লিনিকের দায়িত্বে ছিলেন পৌলমি। অনুমান সকালে ক্লিনিক চলাকালীন হঠাৎই ক্যাজুয়ালটি ব্লকের সবচেয়ে ওপরের তলা থেকে ঝাঁপ দেন তিনি। সজোরে এসে পড়েন ইমার্জেন্সি ওয়ার্ডের কার্নিশে। বিকট আওয়াজ পেয়ে অন্যান্য চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা গিয়ে দেখেন মৃত্যু হয়েছে তাঁর।
প্রসঙ্গত হাসপাতালের ফ্লু ক্লিনিকেই করোনা রোগীকে প্রাথমিক ভাবে সনাক্ত করা হয়। তবে তাঁর আত্মহত্যার পিছনে ফ্লু ক্লিনিকে দায়িত্ব পড়ার চাপ কাজ করে থাকতে পারে বলে মনে করছেন তাঁর সহকর্মীদের একাংশ। ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে পুলিশ।