অশোকনগরে ফের করোনা আক্রান্ত আরও ১ - BBP NEWS

Breaking

শুক্রবার, ১ মে, ২০২০

অশোকনগরে ফের করোনা আক্রান্ত আরও ১

বিবিপি নিউজ,বারাসাত: ফের করোনার থাবায় এক। জানা গেছে উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর থানার অন্তর্গত দিঘড়া মালিক‌বেড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চক শিমলা গ্রামে এক ৫৩ বছর বয়সী ব্যাক্তি করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। সূত্রের খবর অনুযায়ী গতকাল রাতে জানা গেছে।

বৃহস্পতিবার রাত পর্যন্ত উত্তর ২৪ পরগনা জেলার এখনও পর্যন্ত 115 জনের করোনার রিপোর্ট পজিটিভ এসেছে। জেলার মোট 31 টি কোয়ারেন্টাইন সেন্টারে 70 জন রয়েছেন। সংক্রমিত অঞ্চলের সংখ্যা 65 থেকে বেড়ে হয়েছে 70। মৃত্যু হয়েছে মোট 13 জনের বলে জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী জানিয়েছেন।

Pages