লকডাউনের দেবতা, ফেসবুক,ট্যুইটার, ইনস্টাগ্রাম, টিকটিককে পুজো করলেন বলিউড অভিনেত্রী! - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ৫ মে, ২০২০

লকডাউনের দেবতা, ফেসবুক,ট্যুইটার, ইনস্টাগ্রাম, টিকটিককে পুজো করলেন বলিউড অভিনেত্রী!


বিবিপি নিউজ: করোনা পরিস্থিতিতে ঘরবন্দী অবস্থায় বিশ্বের সঙ্গে সক্রিয় থাকার একমাত্র উপায় সামাজিক মাধ্যম। আর সেই সুযোগে নানা চ্যালেঞ্জে ভরপুর নেটপাড়া।
একাধিক পদক্ষেপে মাতোয়ারা অন্তর্জাল দুনিয়া। কেউ পুরনো ছবি চ্যালেঞ্জ তো কেউ নাচে ভরপুর আবারও কেউ ছবি শেয়ার করতে ব্যাস্ত। কয়েকদিন আগেই তামান্নার বালিশ পরা ছবি একেবারেই আলাদা মাত্রা দিয়েছিল ফ্যানদের জন্য। তারপর এবার আসরে নামলেন বলিউডের অভিনেত্রী হিনা খান।

নাহ্ অভিনেত্রী কোনো বালিশ পরা ছবি বা নিজের কোনো ছবি শেয়ার করলেন না। তবে শেয়ার করলেন ‌লকডাউনের দেবতাদের পুজো করার ভিডিও। হ্যা ঠিকই শুনেছেন, লকডাউনে সোশ্যাল মিডিয়ায় বুঁদ সকলেই।সেই সব জনপ্রিয় সোশ্যাল সাইট‌ ফেসবুক ট্যুইটার, ইনস্টাগ্রাম,টিকটকের একটি করে পেপার কাটিং নিয়ে পর পর বসিয়ে ধূপ জ্বেলে দেবতাদের আরতি উতরালেন। এরপরে সেই ভিডিও নিজের ইনস্টাগ্রামে শেয়ার করলেন অভিনেত্রী।

Pages