সুশান্তের মৃত্যুতে এবার বান্ধবী রিহার বিরুদ্ধে মামলা দায়ের ! - BBP NEWS

Breaking

রবিবার, ২১ জুন, ২০২০

সুশান্তের মৃত্যুতে এবার বান্ধবী রিহার বিরুদ্ধে মামলা দায়ের !



বিবিপি নিউজ: অভিনেতা সুশান্ত সিং রাজপুত আকষ্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও‌ যত দিন গড়াচ্ছে ততই রহস্য আরও বাড়ছে। এরই মাঝে তার বান্ধবী রিহার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বিহারের এক ব্যাক্তি।

অভিনেতার মৃত্যুতে তার বান্ধবী রিহাকে ইতিমধ্যেই বান্দ্রা পুলিশ ১১ ঘন্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদে উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। টাইমস অব ইন্ডিয়া খবর অনুযায়ী জানা গেছে, জেরায় রিয়া তদন্তকারীদের জানিয়েছেন, সুশান্তের সঙ্গে লকডাউনে একসঙ্গে থাকতে শুরু করলেও শেষে দুজনের মধ্যে ঝগড়া হয়েছিল। এমনকী সম্পর্ক থেকে বেরিয়েও আসতে চেয়েছিলেন তিনি। 

অভিনেতার মৃত্যুতে তাঁর অনুরাগীরা শুরু থেকেই অবশ্য রিহার দিকে আঙুল তুলছিলেন, এবার তাঁর সংকট আরও বাড়ল। সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ তুলে রিহা চক্রবর্তীর বিরুদ্ধে মামলাও দায়ের হল। কুন্দন কুমার নামে বিহারের এক ব্যক্তি মুজাফফরপুর আদালতে রিহার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এর আগে সুশান্তকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ তুলে এই আদালতেই সলমান খান, করণ জোহর, সঞ্জয় লীলা বনশালী এবং একতা কাপুরের সহ ৮ বলিউডের হাই প্রোফাইলদের বিরুদ্ধ মামলা দায়ের করেছেন।

Pages