বিবিপি নিউজ: মারন ভাইরাস করোনায় আক্রান্ত হলেন আরও এক সরকারি আধিকারিক। এবার করোনার থাবায় মালদহ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। এর আগে শুক্রবার মালদহে এক উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিকের করোনা সংক্রমণ ধরা পড়ে। এর পরেই জেলা আধিকারিকের করোনায় টেষ্ট করা হলে শনিবার তাঁর রিপোর্ট পজেটিভ এসেছে।
ইতিমধ্যেই জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে, ওই আধিকারিকের সংস্পর্শে যারা এসেছেন তাঁদের খুঁজে বার করতে ময়দানে নেমেছে প্রশাসনের আধিকারিকরা। এই নিয়ে মালদা জেলায় ২ জন শীর্ষ স্বাস্থ্যকর্তার করোনা সংক্রমণ ধরা পড়ল। মালদা জেলার ওই মুখ্য স্বাস্থ্য আধিকারিক করোনা সংক্রমণ ধরা পড়ার কথা জেনে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। তাঁকে বিধাননগরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
