পুলিশ জেরার মুখে‌ সুশান্তের বান্ধবী রিহা চক্রবর্তী! - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০

পুলিশ জেরার মুখে‌ সুশান্তের বান্ধবী রিহা চক্রবর্তী!


বিবিপি নিউজ: বলিউডের অভিনেতা সুশান্ত সিং রাজপুত আত্মহত্যার তদন্তের জন্য পুলিশ জেরার মুখে বান্ধবী রিহা চক্রবর্তী। আজ বান্দ্রা থানায় তলব করা হয়। এদিন বেলা ১১টা নাগাদ থানায় হাজির হন রিহা।চলে দীর্ঘ জিজ্ঞাসাবাদ। সুশান্তের আত্মহত্যার মামলায় এদিন রেকর্ড করা হয় অভিনেত্রীর বয়ান।

সুশান্তের মৃত্যুর পর তদন্ত করতে গিয়ে বারবার হোঁচট খেতে হচ্ছে পুলিশকর্তাদের। পাচ্ছে না কোনও উল্লেখযোগ্য সূত্রপাত। ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে যে গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু হয়েছে অর্থাৎ হ্যাঙ্গিং বলে উল্লেখ রয়েছে। অভিনেতার ঘর থেকে মেলেনি কোনো সুসাইড নোট। 

Pages