চিনা খাবার বিক্রি নিষিদ্ধ করার দাবি‌ করলেন কেন্দ্রীয় মন্ত্রী,পারবে কি খাদ্য রসিক ভারতবাসী! - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০

চিনা খাবার বিক্রি নিষিদ্ধ করার দাবি‌ করলেন কেন্দ্রীয় মন্ত্রী,পারবে কি খাদ্য রসিক ভারতবাসী!


বিবিপি নিউজ: লাদাখে ইন্দো-চায়না সীমান্তে সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা জওয়ান শহীদ হওয়ার পর থেকেই‌ উত্তেজনা চরমে। গর্জে উঠেছে দেশবাসী। অলিখিত ভাবে বয়কটের ডাক দিয়েছে। পাশাপাশি ভারতে চিনা পন্য ব্যাবসা কিছুটা হলেও‌ মুখ থুবড়ে পড়েছে। কারন গুগলে খুঁজে খুঁজে ইতিমধ্যেই চিনা পন্য বর্জন করতে শুরু করেছে দেশবাসী। এমন পরিস্থিতিতে এবার সেই আঁচ পড়তে চলছে খাদ্য রসিক মানুষদের খাদ্যে। কেন্দ্রীয় মন্ত্রী চিনা খাবার বিক্রির উপর নিষেধাজ্ঞার দাবি জানিয়েছেন।

 কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাওয়ালে। এবার চিনের সঙ্গে গালওয়ান উপত্যকায় সংঘর্ষ নিয়েও নিজের মতামত দিলেন। তিনি জানান যে সবাইকে আবেদন  করব চিনা খাবার বয়কট করতে। যে সব রেস্তোরাঁ চিনের খাবার পরিবেশন করে, সেগুলি বন্ধ করে দিতেও আবেদন করেছেন রাজ্য সরকারদের কাছে। 
বহুলোক চিনা দ্রব্য বয়কট করার ডাক দিয়েছেন। কিন্তু চিনা খাবার বয়কট করার ডাক বোধহয় এই প্রথম করলেন কেন্দ্রীয় মন্ত্রী আঠাওয়ালে। এর আগে গো করোনা গো মন্ত্র দিয়ে লোকের মন জয় করেছিলেন তিনি। 

Pages